আজ বিকাল ৪:০০ টায় বোদা উপজেলার বোদা মহিলা কলেজ সংলগ্ন ঝিনাইকুড়ী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ ধরার বেশ কয়েকটি নিষিদ্ধ জাল জব্দ করা হয়৷ জব্দকৃত জালের মধ্যে ছিল কারেন্ট জাল ও বাঘ জাল। । এবং মাড়েয়া বাজারে ৬:৩০ টায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি দোকান থেকে বেশ কয়েকটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোকে তৎক্ষণাৎ জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব এস. এম. ফুয়াদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বোদা, পঞ্চগড়। সেসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা মৎস্য কর্মকর্তা, বোদা, পঞ্চগড়। সাথে সার্বিক সহযোগিতায় ছিলমোহাম্মদ মাহবুবুর রহমান ও মোঃ তোয়াবুর রহমান, ক্ষেত্র সহকারী, উপজেলা মৎস্য অফিস, বোদা) ও বোদা থানা পুলিশের একটি দল।
মাছ ধরার নিষিদ্ধ জাল ব্যবহার করা থেকে সকলে বিরত থাকি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমিষের চাহিদা পূরণ নিশ্চিৎ করি।
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি
Leave a Reply