বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঢাকা থেকে বাউফল-দশমিনা-গলাচিপা ও দুমকি উপজেলার সাথে সরাসরি গাড়ি চলাচল বন্ধের প্রতিবাদে ও পুন:রায় চলাচলের দাবীতে বাউফলে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও দুমকি এলাবাসীর ব্যানারে আজ সোমবার সকালে বাউফল নওমালা বাসস্ট্যান্ড এলাকায় এ মানবন্ধন কর্মসূচী পালক করা হয়।
মানববন্ধনে অংশ নেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাহবুব, ইউপি সদস্য ফরিদ হোসেন অসীম, নওমালা ইউনিয়ন ছাত্রলী সাধারণ সম্পাদক এম এম আবু সাঈদ ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ যোগ দেয়। মানবন্ধনে বক্তব্য রাখেন এম এম আবু সাঈদ তিনি প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী র দৃষ্টি আকর্ষণ করে। অনতি বিলম্বে এই চার উপজেলায় সাথে ঢাকার সরাসরি বাস চলাচলের দাবী করেন।
তিনি আরো জানান কিছুদিন আগে ছিল আমাদের স্বপ্ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা সরকার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন, আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নত ও দুর্ভোগ লাগাম করার লক্ষ্যে , পদ্মা সেতু করে দিয়েছেন , ভাগ্যের পরিহাস স্বপ্নের পদ্মা সেতুর সুফল আমরা ভোগ করতে পারছি না মনে হয় পদ্মা সেত আমাদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, পদ্মা সেতু চালু হওয়ার পরপরই বরিশাল ও পটুয়াখালী বাস মালিক সমিতি বন্ধ করে দিল বাউফল দুমকি দশমিনা গলাচিপা রুটের গণপরিবহন, ২০০০ সাল থেকে আমরা গণপরিবহন পেয়েছি, এখন আমরা চারটি উপজেলার প্রায় ১৪ লক্ষ মানুষ ভোগান্তিতে পড়ে গেছি, এখন কেনো গণপরিবহন পাবো না, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গ্রাম হবে শহর, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথম দরকার একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা। সরকার সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েই বিগত একযুগে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তৈরি করেছে নতুন এক মাইলফলক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ।২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে আধুনিক নিরাপদ এবং পরিবেশবান্ধব পরিবহন ও যোগাযোগ অবকাঠামোর ওপর জোর দিচ্ছে সরকার।এসব প্রকল্প চালু হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক মাইলফলকে পৌঁছে যাবে বাংলাদেশ। আমরা সরকারের এই উন্নয়ন থেকে বঞ্চিত হতে চাই না, আমরা এই উন্নয়নের ছোঁয়া পেতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের স্যারের কাছে আমাদের প্রাণের দাবি দুমকি বাউফল দশমিনা গলাচিপা গণপরিবহন চাই।
Leave a Reply