*পাবনায় পাট উত্তোলনের কাজে ব্য
পাবনার চাটমোহর উপজেলায় পাট উত্তোলনের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক।
উপজেলার নিমাইচড়া, ছাইকোলা, গুনাইগাছা, মূলগ্রাম, পার্শডাঙা, ফৈলজানার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাট উত্তোলনের কাজ চলছে এই মৌসুমে। কৃত্রিমতন্ত্রের বহুল ব্যবহারের ফলে বর্তমানে পাটের চাহিদা অনেকাংশ কমেছে বৈশ্বিক বাজারে। সোনালি আঁশ পাট চাষের জন্য উপযোগী এই অঞ্চলটিতে সোনালি যুগের সোনালি এই ফসলটি উৎপাদনের জন্য প্রতি বছরের ন্যায় এবছরেও পাটের ব্যপক ফলন হয়েছে।
এই এলাকাটিতে এ বছরে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে তোষা ও আসমানতারা জাতের পাটের চাষ করা হয়েছে।
দেশে কৃত্রিম তন্ত্রের বহুল ব্যবহারের ফলেও পাট থেকে সুতা,শাড়ী, চট, বস্তা, ব্যাগ, রশি, ছিকা সহ বিভিন্ন ধরনের পাট সামগ্রী তৈরি হচ্ছে। আধুনিকতার এই যুগেও পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা তুঙ্গে রয়েছে দেশের অভ্যান্তরে ও বৈশ্বিক বাজারে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষকদের পাট উৎপাদনের জন্য প্রতি বছর স্বল্প পরিসরে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষকদের জন্য বীজ,সার, কীটনাশক সহ কৃষি সামগ্রী স্বল্পমূল্য তুলে দিচ্ছেন।
বর্তমানে দেশে পাটকল গুলোতে পাট ও কাঁচাপাটের সংকটে অনেক কারখানা বন্ধের উপক্রম হয়েছে।এমতাবস্তায় পাট উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করে সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক পাটের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হলে কৃষকেরা পাট উৎপাদনে জন্য উৎসাহী হবে এবং কৃষিতে মোট জিডিপিতে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।
কৃষি প্রধান আমাদের এই দেশে অন্যান্য ফসলের ন্যায় পাট শিল্পের উন্নয়নের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বড় ভূমিকা রাখবে বলে এমনটাই দাবী করছেন উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঈনুদ্দিন রতন
ফার্স্ট বিডি অনলাইন নিউজ
পাবনা।
Leave a Reply