লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পার্কে বেড়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছরের নিজের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা রতন চন্দ্র বর্মন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আসামী রতন চন্দ্র বর্মনকে জেলা শহরের সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে নির্যাতিত শিশুর বাবা কাঞ্চন কুমার রায় বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত রতন চন্দ্র বর্মন জেলা শহরের আদর্শপাড়া এলাকার মনিন্দ্র বর্মন ওরফে ভোলার ছেলে।
৮ বছরের ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৮ বছরের শিশুটি সম্পর্কে রতন চন্দ্রের আপন ভাতিজি। সেই সুত্রে শিশুটি তাকে বড় বাবা বলে ডাকে। শিশুটি দেখতে সুন্দর হওয়ায় প্রায় তাকে বিভিন্ন খাবার জাতীয় জিনিসের প্রলোভন দেখাত চাচা রতন। এরই ধারাবহিকতায় গত এপ্রিল মাসের ১৪ তারিখে লম্পট চাচা রতন ভাতিজিকে পার্কে বেড়ানোর কথা বলে বাইসাইকেলে তার চাকুরী স্থল বরেন্দ্র অফিসে নিয়ে যায়। এর সেখানে একটি রুমে কম্পিউটারে শিশুটিকে বিভিন্ন খারাপ ছবি দেখায়। পরে সেখানে মেজেতে শিশুটিকে শুইয়ে দিয়ে প্যান্ট খুলে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে অবস্থা বেগতিক দেখে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ির সামনে রেখে আসে।
পরে বিষয়টি শিশু তার মা বাবাকে বললে তারা মিজেদের মধ্যে ঘটনা বলে মিমাংসার চেষ্টা চালায় এবং নিজেদের আত্মীয় স্বজনকে জানায়। দির্ঘদিন পেরিয়ে গেলেও লম্পট রতন বিষয়টি হোয়াক্কা না উল্টো শিশুটির বাব মাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। বিচার না পেয়ে শিশুটির বাবা কাঞ্চন কুমার রায় বুধবার রাতে একটি ধর্ষন মামলা দায়ের করেন এবং মামলা দায়েরের পরদিনই লম্পট রতনকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী ওই শিশুর বাব অভিযোগে উল্যেখ করেন, আমার নাবালিকা মেয়ের সাথে আমারই ভাই এই মোংরা ঘটনা ঘটিয়েছে আমার বিশ্বাস করতেও কষ্ট হয়। আমি এর বিচার চাই।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রতনকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বপন কুমার জানান, অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ শিশুটির মুখে ঘটনা শোনার পর অভিযুক্ত রতনকে গ্রেফতার করি। আরো তদন্ত চলছে। আগামী কাল অভিযুক্ত আসামী রতনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
Leave a Reply