ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের সদরে গাঁজাচাষ করায় মো. কামরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এসময় চাষ করা ক্ষেত থেকে ৩৫টি গাঁজাগাছ জব্দ করে।
গ্রেপ্তারকৃত মো. কামরুল ইসলাম সদর উপজেলার বিজয়নগর এলাকার মো. করম উদ্দিনের ছেলে।
সোমবার (২৮ মার্চ) সকালে র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর রবিবার (২৭ মার্চ) বিকালে সদর উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাজা ৩৫টব গাঁজাগাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে র্যাব-১৪’র কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, কামরুল ইসলাম নামে ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত গাঁজা ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি সে নিজের পুঁইশাক ও আখের সাথে গাঁজা চাষ করেন। তবে, এলাকাবাসী গাঁজাগাছ না চেনায় নির্বিঘ্নে নিয়মিত এগুলো পরিচর্যা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৩৫টি তাজা গাঁজাগাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. কামরুল ইসলাম স্বীকার করে যে, সে গাঁজাচাষ করা ও খুচরা বিক্রয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply