লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতিবান্ধায় পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি র্যালী ও আলোচনায় সভা পুলিশি বাধায় পন্ড। হাতিবান্ধা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি র্যালী বের করলে পুলিশের বাধার মুখেপরে। বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মিছিলে স্লোগান দিতে থাকে এসময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
শনিবার (০২সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করে পুলিশি বাধা উপেক্ষা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। এসময় হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আব্দুল হোসেন ও যুগ্ম সচিব রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
Leave a Reply