ফরিদগঞ্জে দীর্ঘদিন ধরে সংবাদ প্রচার প্রসারনার মাধ্যমে,জল্পনা কল্পনা করে অবশেষে অপসারণ করা হচ্ছে ফরিদগঞ্জ সংলগ্ন ডাকাতিয়া নদীর জটবদ্ধ কচুরি পানা। গত কাল বৃহস্পতিবার (৪জুলাই) ফরিদগঞ্জ সদর উপজেলার ডাকাতিয়া নদীর ঢেকুর মাধ্যমে অপসারণ করা হচ্ছে কচুরি পানা। চাঁদপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কচুরিপানা গুলো অপারেশন করার জন্য তারা এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে । এই কচুরি পানা গুলো দীর্ঘদিন যাবত ডাকাতিয়া নদীর শাখা প্রশাখা নদী গুলুতে জটবদ্ধ হয়ে আছে।
এতে পরিবেশ দূষণ, মাছি, মশার প্রভাব বিস্তার, কচুরিপানা পঁচে পানি নষ্ট, বায়ু দূষণ,পানি দূষিত হয়ে মাছ মরে যায়। এবং জোয়ার ভাটা হয় না।কোন মালামালের নৌকাও যাত্রীবাহী নৌকা চলাচল করতে পারে না, এই নদী দিয়ে আগে যাত্রীবাহী ছোট ছোট লঞ্চ মালামালের নৌকা চলাচল করতো। পানি উন্নয়ন বোর্ড এই কচুরিপানাগুলো অপসারণ করা হলে মানুষ আগের মতন ছোট, ছোট যাত্রীবাহী লঞ্চ ও মালামালের নৌকা হাটে, গ্রামগঞ্জে মালামাল বহন করতে পারবে, এবং মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। পরিবেশ মুক্ত হবে। চাঁদপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন আমরা আপাদত প্রায় এক কিলোমিটার কচুরি পানা গুলো অপসারণ করবো। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply