ফরিদপুরের সালথায় ২০ টি নতুন ঢাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাল সহিংসতার সময় নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে সংঘর্ষকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খালরদিয়া শেখপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু বক্কর মাতব্বরের নবনির্মত ভবন থেকে এসব ঢাশ উদ্ধার করা হয়েছে । সালথা থানার (স্বনামধন্য ওসি মোঃ ফয়জুর রহমান পিপিএম স্যার) বলেন বড় খারদিয়া গ্রামের একটি বাড়িতে ঢাল তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ২০টি প্লেন সিটের নতুন ঢাল ও কাঠের হাতল উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। গতকাল ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল বলেন দেশি অস্ত্র উদ্ধারের সময় হয়ে বাড়িতে কাউকে পাওয়া না গেলে। অনুমান করে কারো বিরুদ্ধে মামলা নেয়া ঠিক হবে না। কে বা কারা ঐ ঢাল খুলে তৈরি করেছেন তার সঠিক তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি, পাওয়া গেলে আইন অনুযায়ী না ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply