ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ছেলের লাঠির আঘাতে আবুল হাসেম (৪৬) নামে এক বাবার মৃত্যু হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দ্বিবাগত রাত ২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ওই দিন সকাল জেলার ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম ওই এলাকার বাসিন্দা। ঘাতক মামুন মিয়া (২২) নিহতের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ঘটনার দিন সকালে পারিবারিক কলহের জেরে বড় ছেলে মামুন মিয়ার তার বাবা আবুল হাসেমের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে। এতে আবুল হাসেম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply