কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দুই শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার পারুল, শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল,শিমুলবাড়ী ইউপি সচিব বেলাল হোসেন, ইউপি সদস্য আবদুল আউয়াল প্রমূখ।অপরদিকে ফুলবাড়ী ইউনিয়নের শতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply