চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে প্রায় ১০ কেজি সোনার বারসহ রকিবুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। আটকের নাম রকিবুল ইসলাম। ৩৫ বছর বয়সী রকিবুল চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, দামুড়হুদার বারাদী সীমান্ত দিয়ে ভারতে সোনার বড় একটি চালান পাচার হচ্ছে- এমন সংবাদে নজরদারি বাড়ান বিজিবি সদস্যরা। বেলা ১১টার দিকে সন্দেহভাজন একজনকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করেন তারা। এ সময় দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়।
এরপর তার মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে সিট কভারের নিচে এয়ার ক্লিনার ফিল্টার বক্সের ভেতর লুকিয়ে রাখা ১১টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে ছোট-বড় ৫৮টি সোনার বার ছিল। যার ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম ও বাজারমূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। আটক রকিবুলের বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply