আয়োজিত এবারের পহেলা বৈশাখে ঢাকায় গান পরিবেশন করেন তিনি।
জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে বাংলার মাটি ও মানুষের গান পরিবেশন করে সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত এই শিল্পী এবার বিশেষ সংবর্ধনা পাচ্ছেন।
দুর্গাপুরের স্থানীয় সামাজিক সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন মঙ্গলবার এই সংবর্ধনা প্রদান করবে।
দুর্গাপুর পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক -সামাজিক সুধীজন সহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পরামর্শক মামুন রণবীর বলেন,শিল্পী আরজ আলী তার সাধনা দিয়ে আজ শেকড় থেকে শিখরে পৌঁছে গেছেন। তার এই অর্জন আমাদের জন্য গর্বের। বাংলার মাটি ও মানুষের এই অনন্য শিল্পীর সম্মানে সংবর্ধনা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
বাউল আরজ আলীর সম্মানে এমন সংবর্ধনা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সকলে।
Leave a Reply