বিয়ানীবাজার ঘুঙ্গাদিয়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: মঈন উদ্দিন বিগত ২৬ অক্টোবর শহরের শহীদ টিলা এলাকায় হামলার শিকার হন বলে জানা যায়। ভুক্তভোগী মঈন উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌছানো মাত্রই আগে থেকে উৎপেতে থাকা ৭/৮ জন সন্ত্রাসী তার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। স্থানীয় আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ দিপু এবং তার ভাই আবেদ হাসান শিপুর নেতৃত্বে এ হামলা হয় বলে জানান ভুক্তভোগী। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরবর্তীতে উপস্থিত পথচারী এবং পার্শবর্তী ব্যবসায়ীরা এগিয়ে এলে গুন্ডাবাহিনী সে স্থান ত্যাগ করে। উপস্থিত জনতার সহযোগীতায় তাকে নিকটস্থ একটি ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানান মঈন।
এ সময় মঈন উদ্দিন এর পিতা জানান, দিপুর কাছে পাওনা টাকা চাওয়ায় এবং ভিন্ন মতের রাজনৈতিক মতাদর্শের কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে। তিনি ও তার পরিবারের জীবন হুমকির মুখে এবং স্থানীয় পুলিশের কাছ থেকে কোনো সাহায্য না পাওয়ার কথাও জানান তিনি। এ ঘটনায় সিলেট জেলা জজ কোর্টে মঈন উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে জানতে দিপুকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার ব্যাপারে তিনি অবহিত আছেন এবং কোর্ট থেকে মামলার কাগজপত্র হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply