বিয়ানীবাজার উপজেলার খাসাড়ীপাড়ার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী মুতিউর রহমান রাসেল এবং তার ছোট ভাই মুজিবুর রহমান রাফি বিগত ০২ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টায় মোকাম রোড বাজারে হামলার শিকার হন।
এ সময় তাদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় বলে জানা যায়। ভুক্তভোগী মুতিউর রহমান রাসেল জানান, ৮/১০ জন দুর্বৃত্ত ফিল্মি কায়দায় তাদের মোটর সাইকেলের গতিরোধ করে এবং কোন কিছু বুঝে উঠার আগেই তাদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এবং তার ভাইকে গুরুত্বর আহত করে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাদেরকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
এ সময় মুতিউর রহমান রাসেল জানান, তার সাথে অনেক দিন ধরে এমপি নাহিদ এবং তার এপিএস দেওয়ান মাকসুদুল আওয়াল এর সাথে নানান বিষয়ে বিরোধ চলে আসছিল। তিনি আরো বলেন, শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর নানান দূর্নীতি এবং অর্থ লোটপাট নিয়ে স্থানীয় এমপি নাহিদ এবং তার এপিএস’কে দায় করায় তার উপর এ হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের সাহায্য না পেয়ে তিনি আইনজীবীর মাধ্যমে সিলেট জেলা জজ কোর্টে মামলা করেছেন বলে জানান মুতিউর।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আওয়াল বা এমপি নাহিদ এর কোন মন্তব্য পাওয়া যায়নি। নিকটস্থ থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোর্ট থেকে মামলার কাগজ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply