বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাবশালী ছাত্রলীগ নেতা এবং বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান এর ছোট ভাই জনাব আব্দুল মুনিম সাব্বির এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। বিগত এপ্রিলের ২৬ তারিখে সিলেট জেলা জজ কোর্ট এ মামলাটি করেছেন ভোক্তভুগী নারী শিক্ষার্থীর বাবা জনাব জলাল উদ্দিন।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিগত ফেব্রুয়ারী ১০, তারিখে কলেজে কোচিং করতে যাওয়ার পথে সাব্বির এবং তার গুন্ডা বাহিনী তার মেয়ে তামান্নাকে কুপ্রস্তাব দেয় এবং লাঞ্চিত করে। এক পর্যায়ে তাকে জোর করে মাইক্রোবাস এ তোলার চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে উপস্থিত পথচারী এবং ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে।
এ ব্যাপারে জলাল উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ও উর্দ্ধতন কতৃপক্ষের সাহায্য চেয়েও তিনি পাননি এবং সালিশের কোনো বিচার না পাওয়ায় তিনি এ মামলা দায়ের করেন বলে জানান।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাব্বির তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকাতে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার শিকার জলাল উদ্দিন এর মেয়ে তামান্না বেগম। এ ঘটনায় এলাকাতে উত্তেজনা এবং ভীতিকর পরিবেশ তৈরী হয়েছে বলে জানান বাসিন্দারা।
এ ব্যাপারে সাব্বির এর ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং আদালত থেকে কাগজপত্র হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply