ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে অস্ত্রপ্রচারে বুক জোড়া লাগানো দুই মাথা-দুই পা-চার হাত বিশিষ্ট শিশুর জন্ম হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে এই শিশুর জন্ম হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেরপুর জেলার ২০ বছর বয়সী এক গৃহবধু প্রসব ব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও লেবার ওয়ার্ডে ভর্তি হয়। বিকালের দিকে তাকে অপারেশন থিয়েটারে অস্ত্রপ্রচারের জন্য নেয়া হয়। অস্ত্রপ্রচার হলে ওই গৃহবধু বুক জোড়া লাগানো দুই মাথা, দুই পা ও চার হাত বিশিষ্ট মৃত শিশুর জন্ম হয়। জন্মের পর শিশুটিকে তার বাবা নিয়ে গেছে। ওই গৃহবধু সুস্থ আছেন বলেও জানান তিনি।
Leave a Reply