যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪১ বোতল ফেনসিডিল সহ রিয়াজুল ইসলাম (৩৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ভোর রাতে তাকে আটক করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটক রিয়াজুল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
এদিকে, স্থানীয়রা জানান, রিয়াজুল দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছে। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসাবেও পরিচিত।
Leave a Reply