ভালুকা প্রতিনিধিঃ
ভালুকায় অবাধে চলছে পলিথিন বিক্রি ও ব্যবহার,নেই কোন আইনী প্রতিকার
পরিবেশ দূষণ রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পলিথিন বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও ভালুকায় অবাধে চলছে পলিথিন বিক্রি ও ব্যবহার। এতে করে পরিবেশ দূষণ সহ নানা জটিল রোগের আশংকা দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়,অধিকাংশ ব্যবসায়ী ক্রেতাদের কাছে পলিথিন বিক্রি ও পলিথিনে পণ্যদ্রব্য সরবরাহ করছে,যেটি বর্তমান আইনে দন্ডনীয় অপরাদ বলে গণ্য।ময়মনসিংহ সদরে বিভিন্ন পলিথিন বিরোধী অভিযান চললেও কার্যত। ভালুকায় পলিথিন বিরোধী অভিযানের কোন কিছুই চোখে পড়ছে না। যার ফলে ব্যবসায়ীরা পলিথিন বিক্রি ও সরবরাহ করতে সাহস পাচ্ছে। এতে করে পরিবেশ যেমন দূষণ হচ্ছে,যত্রতত্র পলিথিন ফেলে রাখার কারণে মাটির উর্বরতা নষ্ট হওয়া সহ নানা জটিল রোগের আশংকা দেখা দিচ্ছে।
এমতাবস্থায় পরিবেশ দূষণ রক্ষায় পলিথিন বিক্রি ও সরবরাহ রোধে উপজেলা প্রশাসনের কঠিন পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পড়েছে।
পলিথিন রোধে স্থানীয় প্রশাসনকে কঠিন পদক্ষেপ নিতে ভালুকা উপজেলা পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি।
Leave a Reply