ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা ভরাডোবা-ঘাটাল আঞ্চলিক সড়কে উপর মুচিরঘাট নামক স্থানে সেতু নির্মাণ করা হচ্ছে। সেতু পাইলিং এর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে এলাকায়বাসী
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ভরাডোবা-ঘাটাল রাস্তার উপর একটি গুরুত্বপূর্ণ সড়ক। ওই সেতুর পাইলিংয়ের কাজ দ্রুতগতিতে করাছেন যাতে কেউ বুঝে না উঠার আগেই শেষ করতে পারেন। এমনকি কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জানান, প্রাথমিকভাবে ধারণা দেয়। সেতুরটির মোট বরাদ্দকৃত বাজেট (১২,০০০,০০) কোটি টাকা মতো। সেতু নির্মাণ কাজে দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার, ম্যানেজার ও সুপারভাইজারের সঙ্গে কথা বললে, সঠিক তথ্য দিতে ইচ্ছুক নয়। এমনকি সেতু নির্মাণ কাজের ড্রয়িং দেখানোর কথা বললে। তিনি বিভিন্ন টালবাহানায় করে পাশ কেটে চলে যায়। সেতু চলমান কাজে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আহাত, সুপারভাইজার মিতন, ম্যানেজার শাহিন আলমসহ কর্মরত রয়েছে। সেতু নির্মাণ কাজের ড্রয়িং দেখাইতে অস্বীকার করে।
Leave a Reply