ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পরিষদের ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তি মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম ফেরদৌস আহমেদ (২২) । সে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মন্ডল পারা গ্রামের নবিবর রহমানের পুত্র।
জানাগেছে, রোববার বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইন্টার নেট সংযোগ দেবার সময় পল্লী বিদ্যুতের একটি বৈদ্যতিক খুটিতে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মই থেকে মাটিতে পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষনা করে। চিকিৎসকের ধারণা পথিমধ্যে নয় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন
জানান , ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেসনের জন্য সামিট টেলিকমিউনিকেশন লিঃ এর তত্বাবধানে পরিষদে তারা কয়েকজন ইন্টারনেট সংযোগের কাজ করছিলো। বিকেলে বিদ্যুতায়িত হয়ে ওই যুবক মারা যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply