আজ ১৭ই আগস্ট ২০২৪, ময়মনসিংহ শহরের টাউনহলে বিক্ষোভ করে এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীরা। জুন মাসে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা, শেষ হতে আরো প্রায় দুই মাসের বেশি সময় বাকি। এ অবস্থায় সব মিলিয়ে ছয় মাস হয়ে যায় তাদের পরীক্ষার সময়। সেক্ষেত্রে এডমিশনে তারা এক মাসের বেশি টাইম পাবে না। এ নিয়ে তাদের অটোপাশের দাবি।
এ বিষয়ে জিজ্ঞেস করলে এক শিক্ষার্থী বলেন, ছয় মাসে কি করে পরীক্ষা শেষ হতে পারে? তাছাড়া দেশের এই পরিস্থিতিতে আমাদের অনেক সহপাঠী আহত এবং নিহত হয়েছেন, এ অবস্থায় আমাদের পরীক্ষা দেওয়ার কোন মন মানসিকতাই নেই।
তাই আমরা অটো পাশের জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply