লালমনিরহাট প্রতিনিধিঃ
মসজিদের ভিতরে মেঝের নিচ থেকে হঠাৎ অস্বাভাবিক গরম অনুভব হয়। প্রচন্ড তাপে মসজিদের ভিতরে থাকা মুসল্লীবৃন্দ আতংকিত হয়ে মসজিদ ত্যাগ করে। খবর পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে মসজিদটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নামাজ আদায় বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেন। পরে বিষয়টি নিয়ে ৯ সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত গঠন করেন জেলা প্রশাসন।
বুধবার (২৩ আগষ্ট) বিকেলে লালমনিরহাট জেলা শহরের গোশালা রোড বাটা মোড় এলাকায় মসজিদে খাজা বাবা নামে একটি মসজিদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি ওয়াক্তিয়া নামাজ আদায়ের সময় ওই মসজিদের ভিতরের মেহরাবসহ ১০ থেকে ১৫ ফিট জায়গা জুড়ে মেঝে অস্বাভাবিক গরম হয়ে উঠে। প্রচন্ড তাপের কারনে সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করা অসম্ভব হয়ে পড়ে। এ সময় আতঙ্কিত মুসল্লিবৃন্দ মসজিদ থেকে দ্রুত বের হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং দুর্ঘটনা এড়াতে ওই মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেয় লালমনিরহাট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এ সময় মসজিদটি ঝুঁকিপুর্ন হওয়ায় বারান্দায় টাঙ্গিয়ে দেয়া হয় নোটিশ।
তাৎক্ষনিক লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সরেজমিনে আসে এবং তদন্তের জন্য পৌর মেয়র রেজাউল করিম স্বপনকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।
মসজিদ সংলগ্ন চায়ের দোকানদার ওই মসজিদের মুসল্লি মজিবর রহমান জানান, মসজিদের মেঝে হঠাৎ করে অস্বাভাবিক উত্তপ্ত হয়ে যায়। দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় না। বর্তমানে মসজিদটি বন্ধ রয়েছে।
ওই মসজিদের আরেক মুসল্লি পুস্তক ব্যবসায়ি বাদশা মিয়া জানান হঠাৎ মুসল্লিরা নামাজ আদায়ের সময় অস্বাভাবিক গরম অনুভব করে। আতংকিত হয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। বর্তমানে সেখানে নামজ আদায় বন্ধ আছে।
ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে মসজিদে প্রবেশ বন্ধ করে জেলা প্রশাসক কারণ অনুসন্ধ্যানে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply