ময়মনসিংহের নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার ডুবা থেকে অজ্ঞাত তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকা ডুবা থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, সকালে মহাসড়কের আশপাশ এলাকায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডুবায় একটি অর্ধগলিত লাশ দেখতে পারে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে সড়ক দুর্ঘটনায় বা কেউ মেরে ডুবায় ফেলে রাখতে পারে। তবে, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয় পরে আরও বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply