মাদারীপুরের শিবচরে একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
“এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। আরও যাত্রীরা আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।”
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
Leave a Reply