অভিযোগের তীর এবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার স্থানীয় ছাত্রলীগ নেতা জনাব মুজিবুর রহমান জয়নাল এর বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন জয়নালর এর চাচাতো ভাই মো: জাবেদুল ইসলাম।
এ ব্যাপারে স্থানীয় নিজবাহাদুরপুর এলাকার কামরুল ইসলাম জানান, এই জয়নাল এবং তার সহযোগিরা নির্বাচনের আগে ২০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর এবং লুটপাট চালায়। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন কামরুল ইসলাম এবং এতেই ক্ষিপ্ত হয়ে পাল্টা মামলা করেন বলে তিনি জানান। উল্লেখ্য যে, কামরুল ইসলাম এর ছোট ভাই নাজমুল ইসলাম এবং তার স্ত্রী ফাতেমার সাথে পূর্ব শত্রুতা রয়েছে এই জয়নাল এর। এই জয়নাল এর হেনস্থা এবং নির্যাতনের কারণে নাজমুল এবং ফাতেমা এখন দেশে থাকতে পারছেন না।
এ ব্যাপারে ফাতেমা কানাডা থেকে আমাদের জানান, বিয়ের আগে এবং পরে এই জয়নাল তাকে বিভিন্ন সময় হেনস্থা এবং নির্যাতন করেছেন। প্রভাবশালী হওয়ায় পুলিশের কাছে অনেকবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলে জানান ফাতেমা। তাদের প্রতি ক্ষিপ্ত হয়েই তাদের ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর এবং দেশে না থেকেও মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামী করা হয়েছে বলে তিনি জানান।
মামলার ব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে তারা জানায় ফেব্রুয়ারী ০৫, ২০২৪ইং তারিখে একটি মামলা রুজু হয়েছে। এ ব্যাপারে জানতে এই মামলার বাদী জাবেদুল ইসলাম কিংবা মুজিবুর রহমান জয়নাল এর কোন মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply