টাঙ্গাইল মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।৭ জুলাই ২০২৪ ইং রবিবার বিকেল ৪ ঘটিকার সময় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ টাঙ্গাইল এর আয়োজনে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মীর শরীফ মাহমুদ সভাপতি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম( ডিপি জোয়াহের,)সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা আওয়ামী ও সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল ৮।
বরেণ্য অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ,সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ মির্জাপুর টাঙ্গাইল। প্রধান বক্তা ছিলেন সাইফুজ্জামান সোহেল সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মেজর অবঃ খন্দকার এ হাফিজ সদস্য শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও কার্যকরী সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ।
রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি )
কার্যকরী সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ,টাঙ্গাইল জেলা শাখা ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ,নবনির্বাচিত চেয়ারম্যান মির্জাপুর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ।
আজহারুল ইসলাম নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ মির্জাপুর ও ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ।
উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন । টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরীফ হাজারী,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য বাবু সুজয় সরকার।
গণসংবর্ধনা সঞ্চালনায় ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি লতিফপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান, মোঃজাকির হোসেন,
সহ-সভাপতি সাবেক চেয়াম্যান মোবারক হোসেন সহ-সভাপতি আব্বাস বিন হাকিম,সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল,মির্জাপুর উপজেলা যুগ্ম সম্পাদক
আবু রায়হান সিদ্দিকী।আনাইতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম,ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ন তালুকদার, টাঙ্গাইল জেলা মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক চাঁদ সুলতানা,মির্জাপুর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ভিপি সাঈদ,উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক আবির হোসেন শান্ত। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়া,
সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতৃবৃন্দ মিছিল নিয়ে দলে দলে এই অনুষ্ঠানে যোগদান করেন এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিল।
সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের স্বনামধন্য কন্ঠ শিল্পী প্রতীক হাসান ও সালমা ।
Leave a Reply