ষ্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ঢাকার ১০ নম্বর আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন।
দলীয় সূত্রে জানা গেছে, মেজবাহ দলের মনোনয়ন পেতে নীতি-নির্ধারণী নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। তিনি ইতিমধ্যে দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। এছাড়া তিনি এলাকায় গণসংযোগ করছেন।
উল্লেখ্য, মেজবাহ ১৯৯৭ সালে তার বন্ধু আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম-এর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন।
এলাকাবাসী জানিয়েছেন, রাজধানী ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে মেজবাহ-এর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম। কেননা, তার বিরুদ্ধে চাঁদাবাজাীসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। এছাড়া তার পারিবারিক নানা সমস্যা রয়েছে।
এসব কারণে এলাকার জনগণের ভেতরে তার ব্যাপারে এক ধরণের নেতিবাচক মনোভাব কাজ করছে। দলীয় নীতি-নির্ধারনী পর্যায়ের নেতৃবৃন্দ এসব বিষয়কে বিবেচনায় নিয়ে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন।
এ ব্যাপারে মেজবাহ উদ্দিন-এর সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে বলেন, দলের মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। কেননা, আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে রাজনীতি করছি। এই এলাকার মানুষের সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে জয়ী হয়ে আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করবো।
Leave a Reply