কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে গোল না পেলেও ৬২ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক লিওনেল মেসি।ফলে বাঁচা-মরার লড়াইয়ে একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।
কাতারের লুসাইলে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা।বাঁচা-মরার এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ করে আর্জেন্টিনা।
এদিন শুরু থেকে বল দখলে মেসিরা এগিয়ে থাকলেও প্রথমার্ধে একটিও গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। বরং মেসিদের থেকে ভালো অবস্থানে ছিল মেক্সিকো। ১৪ মিনিটে মাঝমাঠের বাইরে থেকে নেওয়া মেক্সিকান ভেগার ফ্রি কিক থেকে বল ডিক্সের ভেতরে গেলেও আর্জেন্টাইন গোলরক্ষক সেটি দ্রুত গতিতে লুফে নেন।
ম্যাচের ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
বাঁচা-মরার এ লড়াইয়ে পাঁচ পরিবর্তন নিয়ে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে স্কালোনির দল।
অন্যদিকে মেসিদের বিপক্ষে ৫ ডিফেন্ডারের কৌশল নিয়ে দল সাজায় মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।
Leave a Reply