নারীবিদ্বেষী মন্তব্য করে বিপাকে পড়েছেন জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। অলিম্পিক কমিটির নির্বাহী পরিষদের এক সভায় তিনি নারীদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যেটি জাপানজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ৮৩ বছরের এই ক্রীড়া প্রশাসক ক্ষমা চেয়েও পার পাননি। ব্যাপক সমালোচনার মুখে তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করার কথা বলেছেন।
ইয়োশিরো বলেছিলেন, ‘মেয়েদের মধ্যে সংঘাতপূর্ণ মনোভাব থাকে। কেউ একজন হাত তুললেই অন্যরা কথা বলার ইচ্ছা অনুভব করে। শেষ মুহূর্ত পর্যন্ত সবাই কিছু না কিছু বলেই যায়। যদি আমাদের বোর্ড সদস্য পদে অতিরিক্ত মেয়েদের অন্তর্ভুক্তি ঘটে তাহলে কথা বলার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে দেওয়া হোক। নাহলে আমরা কোনোদিন নিজেদের কথা শেষ করতে পারব না।’ তার এমন মন্তব্যের পর জাপানের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটে। শুরু হয় তার পদত্যাগ দাবি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও ইয়োশিরোর এই বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অলিম্পিক চেতনার পরিপন্থী’ হিসেবে অভিহিত করে। ইয়োশিরো ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু তাকে পদ ছাড়তেই হচ্ছে। ইয়োশিরোর জায়গায় আয়োজক কমিটির প্রধান হিসেবে এখন সাবুরো কাওয়াগুচির কথা ভাবা হচ্ছে। তিনি ১৯৯৩ সালে চালু হওয়া জাপানের পেশাদার ফুটবল লিগ ‘জে লিগে’র প্রথম সভাপতি ছিলেন। অবশ্য অনেকেই বলছেন, কথাবার্তায় অত্যন্ত সাবধানী ইয়োশিরো বয়সের কারণেই হয়তো হঠাৎ করে বেসামাল মন্তব্য করেছেন।
Leave a Reply