রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে ‘এক্সেল বাবু’। তার সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর অফিশিয়াল ফেইসবুক পেজে রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বছিলা সেনা ক্যাম্পের একটি চৌকস দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে এক্সেল বাবুসহ চারজনকে আটক করা হয়। ফরিদ আহমেদ বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও ভূমি দখলের মতো অন্তত ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে।
সেনাবাহিনীর তথ্যমতে, এক্সেল বাবু রাজধানীর কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো’, ‘ডার্ক স্ট্রাইকার্স’, ‘রেড ভলক্যানো’ এবং কুখ্যাত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার ওরফে ‘শুটার আনোয়ার’-এর গডফাদার হিসেবে পরিচিত। তার নির্দেশেই রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতো।
সেনাবাহিনী জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা সজাগ রয়েছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঙ্গে সঙ্গে নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এই অভিযানকে অনেকে সন্ত্রাস দমনে বড় সফলতা হিসেবে দেখছেন। স্থানীয়দের অনেকেই জানান, এক্সেল বাবুর কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করত। তার গ্রেপ্তারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।
Leave a Reply