বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দুইটায় উপজেলা বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)
বারবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালের দিকে গফরগাঁও বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে মটর বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুর দুইটার দিকে পুকুর পানি সেচ বৈদ্যুতিক মটর চালু করতে যায় শিমুল। এসময় বিদ্যুৎস্পৃষ্ঠে ছটফট করতে থাকে শিমুল। বিষয়টি দেখতে পেরে শিমুলকে বাঁচাতে যায় তার শিরিনা আক্তার। এতে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
।
Leave a Reply