ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আঃ কুদ্দুছ (৬৫) বৃহস্পতিবার জোহর নামাজের আযান দেওয়ার সময়’আল্লাহু আকবার’বলেই মৃত্যুর কোলে ঢলে পরেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উক্ত মসজিদের ইমাম শাফায়েত হোসাইন।তিনি জানান,আঃ কুদ্দুছ (৬৫) দেড় যুগ ধরে আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
Leave a Reply