ময়মনসিংহের হালুয়াঘাটে আব্দুল কাদির (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এ সময় তারা উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদসহ জড়িতদের ফাঁসির দাবি জানায়। বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট পৌর শহর, থানা গেইট ও উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে স্থানীয়রা।
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার গাজীপুর গ্রামে বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ আব্দুল কাদিরকে প্রকাশ্যে খুনের অভিযোগে ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদসহ ৩ জনকে গ্রপ্তার করা হয়। পরে চেয়ারম্যানসহ ১৬ জনকে আসামি করে থানায় নিহতের ছেলে আব্দুল কাদির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply