ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ছুরিকাঘাতে নিহত দিদারুল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় লাশের পাশে পরে থাকা একটি মানিব্যাগ, একটি সানগ্লাস ও একটি বড় ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দিদারুল জেলার মুক্তাগাছা উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। সে গ্যাসের চুলার যন্ত্রাংশ বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ ।
বুধবার (৩ মার্চ) ৯ টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩১ নং নম্বর ওয়ার্ডের চর জেলখানার ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই খোরশেদ আলম বলেন, বিকাল ৫টার দিকে চর জেলখানার ঘাট এলাকায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের বুকে ছুরির আঘাতের চিন্হ রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পর তার স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনরা আসলেই মামলা নেয়া হবে। তবে, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply