ময়মনসিংহের শম্ভুগঞ্জে তুলার কারখানায় ভয়াবহ লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নাম্বার ওয়ার্ডের শম্ভুগঞ্জ চামড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকালে শ্রমিকরা মিলে কাজ করার সময় হঠাৎ ভিতরে আগুন লাগার ঘটনা ঘটে। ভিতরে থাকা শ্রমিকরা তারাহুড়া করে মিলের টিনের বেড়া কেটে বের হয়। আগুন সমস্ত মিলে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট টেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে তুলার মিলের মালিক মোতালেব মিয়া বলেন, ঋন করে কিছুদিন আগে লির দিয়েছি। মিলে ৫ ট্রাক তুলা ছিল, সব পুড়ে গেছে। এ ছাড়াও তুলা কাটার তিনটি মেশিন ছিল সেগুলোও পুড়েছে। এমনভাবে পুড়েছে। তাতে মিলের ভিতরে এক টাকার মালামালও অবশিষ্ট নেই।
এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রে আসে। মেশিনে তুলা কাটার সময় গরম হয়ে আগুন লাগে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
Leave a Reply