ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শিমুল ইসলাম শিপন(২৬), মো. আবু বক্কর(৩২), মো. মানজু মিয়া(২৩), মো. জুনাইদ(২৫), মো. হেফজু মিয়া(২২), মো. মুছা মিয়া (২৫), মো. আকাশ(২৫), মো. ইকরাম(২০), মো. জাহাঙ্গীর(২০), মো. আলম মিয়া (২২) ও মো. মোকারম(২২)।
শনিবার (৫ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা শাখার পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) রাত দশটার দিকে সদরের দিঘারকান্দা বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করে আসছে। পরে চোরাই মোটরসাইকেল দেশের বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে বিক্রি করত।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply