ময়মনসিংহে বজ্রপাতে এক কিশোরসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বুধবার (১১ আগস্ট) দুপুর দুইটার পর জেলার নান্দাইলের রাজগাতি ইউনিয়নের উলুুহাটি দক্ষিনপাড়া গ্রামে ও ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামে এসব ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃতরা হলেন, ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮)। কৃষি কাজ করার পাশাপাশি সে বাড়ির পাশের বাজারে একটি চায়ের দোকানে কাজ করতেন।
অপরজন জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুুহাটি দক্ষিনপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে রবিন (১৪)।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামের দেলোয়ার হোসেন জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হয়ে প্রায় ১০০ গজ দূরে যেতেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ তার নিজ বাড়িতে আছে বলেও জানান তিনি।
এদিকে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, নান্দাইলের রাজগাতি ইউনিয়নের উলুুহাটি দক্ষিনপাড়া গ্রামের রবিন মিয়া বাড়ির পাশে আরও একজনকে সাথে নিয়ে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া আরও একজন। তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
Leave a Reply