ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাওন চক্রবর্তী জানান, নিহতদের একজন হালুয়াঘাট উপজেলার গাবরকোনা গ্রামের আবদুস সোবহানের পুত্র সাব্বির হোসেন (১৫)। অপরজন হচ্ছে, নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের আবদুল মজিদের পুত্র শরীফ মিয়া (১৩)।
অন্যদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত তিনজন হচ্ছেন, নুরুল ইসলাম (৪৫), মাহিন (৮) ও মো. নাছির উদ্দিন (৫০)।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো: মোখলেছুর রহমান আকন্দ বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply