ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় বাস সিএনজি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার গুদাশিমলা এলাকার আলাল উদ্দিনের ছেলে সোহেল মিয়া ও তার দেড় বছরের শিশু সন্তান মোহাম্মদ আলী।
শনিবার (৯ জুলাই) সকাল ১১ টার সময় ময়মনসিংহ জামালপুরের সড়কের তেঘরিয়া খান টিম্বার এন্ড স-মিলের সামনে এই দুর্ঘটনাঘটে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রী সিএনজি মুক্তাগাছার তেঘরিয়া খান টিম্বার এন্ড স-মিলের সামনে যেতেই জামালপুর থেকে ছেড়ে আসা রংধনু এক্সপ্রেস নামক বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমরে মুচরে ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সোহেল মিয়া ও তার শিশু সন্তান মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
ওসি মাহমুদুল হাসান আরও বলেন, অপর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে, বাস চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply