ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত প্রায় আড়াই লাখ শরীফ বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এঘটনায় মোশারফ হোসেন নামে একজনকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী হতে ময়মনসিংহ হয়ে শেরপুরগামী একটি মাছের পিকআপ ভ্যান হতে ২ লক্ষ ৪০ হাজার শরীফ বিড়ি জব্দ করা হয়। এঘটনায় পিকআপ ভ্যানের চালক মোশারফ হোসেনকে এক মাসের কারাদন্ড দেয়া হয়। এছাড়া বিড়ির মালিককে তলব করা হয়েছে।
সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। সাম্প্রতিক এই সব বিড়ি বন্ধের জন্য হাইকোর্ট একটি রোল জারি করেছেন।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply