ময়মনসিংহের তারাকান্দায় তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের ওই ব্যক্তি কয়েক বছর আগে নিজের বাকপ্রতিবন্ধী ছেলেকে বিয়ে করান। একই গ্রামের এক তরুণীর (২০) সঙ্গে স’মিলের শ্রমিক বাকপ্রতিবন্ধী ছেলেটির বিয়ে হয়। ছেলে সারাদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে গত ৫ নভেম্বর ওই ব্যক্তি নিজের পুত্রবধূকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে যায় স্থানীয়রা। পরে গতকাল সোমবার সন্ধ্যায় তারাকান্দা থানায় গিয়ে নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দেন ওই নারী। পুলিশ রাতেই গৃহবধূর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। এতে তার শ্বশুরকে আসামি করা হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষিতার লিখিত অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply