ময়মনসিংহ অফিসঃ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে ময়মনসিংহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকালে নগরীর দুলদুল ক্যাম্প চত্বরে কোতোয়ালী মডেল থানা পুলিশের আয়োজনে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যেন জনগণ আরও দ্রুত সময়ে, যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং’র মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন।
তিনি বলেন, কোতোয়ালী থানা এলাকায় আপনাদের যেকোন সমস্যায় আমার থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। থানা আপনাদের সেবা আপনারাই নিবেন। সরাসরি থানায় গিয়ে সেবা গ্রহণ করবেন।
নিরাপদ ময়মনসিংহ নগরী গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল কোতোয়ালী থানা গড়ে তোলা সম্ভব।
Leave a Reply