শ্বশুরের হয়রানি থেকে বাঁচকে তাঁর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। রবিবার রাতে দিনাজপুরের খানসামা থানায় এ ঘটনা ঘটে। আহত মতিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তির প্রতিবেশীরা জানায়, বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে যৌন হয়রানি করে আসছিলেন শ্বশুর মতিন। তাঁর এই হয়রানির কথা পরিবারের সদস্যদের জানিয়েও কোনো বিচার পাননি ওই গৃহবধূ। রবিবার রাতে মতিন ঘরে গৃহবধূকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় শ্বশুরের হাত থেকে বাঁচতে তাঁর বিশেষ অঙ্গ কেটে দেন।
পরে মতিনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply