রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। শুক্রবার (৭ জুন) দুপুরে রাঙামাটি শহরের তবলছড়ি অফিসার্স কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। নিহতের নাম ডালিয়া দেওয়ান (৪০)।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টির সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর বলেন, দুপুরের দিকে একজনকে হাসপাতালে আনা হলে, আমরা পরীক্ষা করে দেখি তিনি মৃত্যুবরণ করেছেন। ডা. শওকত আকবর আরো বলেন, তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
Leave a Reply