1. iamparves@gmail.com : admin :
  2. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  3. hdtariful@gmail.com : Tariful Rumon : Tariful Rumon
শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

লাঠি দিয়ে পেটালে পুলিশের বিচার হয়, কিন্তু গুলি করে মানুষ মারলে বিচার হয় না-দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্রলীগের কর্মীদের লাঠি দিয়ে পেটানোর অপরাধে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে সাথে সাথে বদলি করা হলো।অথচ সেখানেই বিএনপি কর্মীকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হলো তার বিচার হয় না।

সোমবার (২২ আগষ্ট) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরো বলেন, এই দুর্নীতিবাজ আ’লীগ সরকার দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা আজ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন তেল সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধি করে তারা জনগনকে ভাতে মারতে চায়। জনগন আর আওয়ামী লীগকে চায় না। দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়।

তিনি বলেন, এই আওয়ামীলীগ সরকারের অধীনে তাদের পাতানো নির্বাচনে এদেশের মানুষ আর অংশ নিবে না। অভিলম্বে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে। নয়তো এদেশের জনগনের ধর্য্যের বাধ ভেঙে গেলে তখন পালিয়ে যাওয়ার পথটাও হারিয়ে ফেলবেন, তখন চরম পরিণতি ভোগ করতে হবে।’

তিনি লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার কথা জানিয়ে বলেন, সরকার দলীয় নেতা কর্মী দিয়ে সাংবাদিকদের উপর হামলা করে তাদের রক্তাক্ত করেছে। আবার হাসপাতালে গিয়ে তাদেরই নেতারা সাংবাদিকদের দেখতে গিয়ে সমবেদনা জানান। অর্থাৎ এই আ’লীগ সরকার সর্প হয়ে দংশন করে আবার তারাই ওজা হয়ে ঝাড়ে। তাই আপনারা এই সরকারের ব্যাপারে সজাগ থাকবেন। এরা জনগণের বন্ধু হতে পারে না।

লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

এদিকে সকাল ১০টা বাজার পর পরই সদর উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে বড়বাড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। বেলা ১২টা বাজার সাথে সাথে পুরো বড়বাড়ি বাজার বিএনপি কর্মী দিয়ে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। বেলা সাড়ে ১২টায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে আবার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:২৮
  • ৫:০৩
  • ৭:১০
  • ৮:৩৩
  • ৫:৪৩