লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে লালমনিরহাটে ৩০ হাজার বিএনপির নেতা কর্মী নিয়ে বিশাল গণ মিছিল করেছে বিএনপি নেতা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গণ মিছিলের পূর্বে জেলা কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত দশ দফার নিয়ে বক্তব্য দেন বিএনপি নেতা দুলু।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির জেলা কার্যালয়ের বিডিআর হাট থেকে ৩০হাজার নেতাকর্মীর একটি বিশাল গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোর গোল চত্বরের এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে গণ মিছিলের সমাপ্তি ঘোষনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
কেন্দ্র ঘোষিত গণ মিছিলের অংশ বিশেষ হিসেবে বিএনপি রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু মিছিলটির নেতৃত্ব দেন। মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামীতে কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচি আসবে সে সকল কর্মসুচি সফল করার লক্ষে বিএনপি নেতা কর্মীরা নিজের জীবন বাজি রেখে মাঠে থাকবে। মিছিলটি কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
Leave a Reply