ময়মনসিংহ টু কানারামপুর রোডে যাতায়াত করে শালবন সুপার নামে যাত্রীবাহী বাস,আসন্ন ঈদ সামনে রেখে যাত্রীর আনাগোনা বেশি থাকায় ত্রিশাল বাসস্টপ থেকে বালিপাড়ার যাত্রীদের বাসে তোলছেনা বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানাযায়,ত্রিশাল বাসস্টপ থেকে কানারামপুর পর্যন্ত প্রতিজনে ৫০ টাকার ভাড়া আদায় করছে ১০০ টাকা।যদি বালি পাড়ার যাত্রী বাসে উঠানো হয় তবে বাড়তি ভাড়া আদায় করতে পারবে না বিধায় বালিপাড়ার যাত্রীই উঠানো বন্ধ করে দিয়েছে শালবন কর্তৃপক্ষ। এতে যাত্রীরা ক্ষেপে গিয়ে ত্রিশাল থেকে কানারামপুর গামী সকল শালবন সুপার গাড়ী আটক করে।এবং অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করতে পারে সে ব্যাপরেও প্রশাসন কে অবহিত করে।
বিস্তারিত আসছে…..
Leave a Reply