“আপনার রক্তে বাঁচলে একটি প্রাণ,এই পৃথিবীতে আপনিই ভগবান।।”
মানব সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীলতার মাধ্যমে জীবন যুদ্ধে উত্তীর্ণ হয়েছে। পারস্পরিক নির্ভরশীলতা এবং পরস্পরকে সাহায্য ভিন্ন সভ্যতার অগ্রগতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের প্রাথমিক কর্তব্য হলো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা।
সভ্যতার পারস্পরিক নির্ভরশীলতার কর্তব্যমূলক কর্মসূচিগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে মহৎ এবং পবিত্র কাজটি হলো মানুষের জীবন বাঁচানো। কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের পক্ষে কোন মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করা সবসময় সম্ভব হয়ে ওঠেনা। তাই এক্ষেত্রে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কাজটি হতে পারে রক্তদান।
বিভিন্ন সমীক্ষা অনুযায়ী আমাদের উপমহাদেশে প্রতিবছর বহু মানুষ কেবলমাত্র রক্তের অভাবে মারা যায়। তাই আমাদের শরীরের অতি সামান্য পরিমাণ রক্তের বিনিময়ে যদি আমরা সেই সকল মানুষের জীবন রক্ষায় সক্ষম হই তাহলে তা হবে সভ্য মানব জীবনের পরম সার্থকতা।
এরই ধারাবাহিতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে পাছার বাজারে”সহনাটি হেল্পলাইন”-এর উদ্যোগে আজ রবি বার সারাদিন ব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে উক্ত পাবলিক গ্রুপের সক্রিয় জনেরা,পাশাপাশি কুউজ প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী দের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আরশাদুল হক, প্রধান শিক্ষক পাছার উচ্চ বিদ্যালয়,প্রধান অতিথি ছিলেন (অনুপস্থিত) বর্তমান চেয়ারম্যান ৫নং সহনাটি ইউপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শহিদুজ্জামান ফকির বাবুল, প্রধান শিক্ষক গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়।আরো উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।
উক্ত পুরুস্কার বিতরণী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ সহযোগীতা করছেন সৌদি প্রবাসী মোঃ সাইফুল ইসলাম।
Leave a Reply