যশোর অফিসঃপেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘তথ্য চুরির’ অভিযোগ এনে তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন, হয়রানি ও পরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেনাপোল, শার্শা ও বাগআঁচড়ায় কর্মরত সাংবাদিকরা।
আজ বৃহষ্পতিবার (২০ মে) সকাল ১১ সময় বেনাপোল কাস্টম হাউজের সামনে নিজ নিজ সংগঠনের ব্যানার হাতে যৌথ মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন সাংবাদিকরা।
পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাগামহীন দুর্নীতি, নিয়োগে অনিয়ম, করোনাকালীন দুর্নীতিসহ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম যেসব সংবাদ প্রকাশ করেছেন তার জের ধরেই এই ভয়াবহ নির্যাতনের শিকার
হয়েছেন তিনি।
সংবাদকর্মীদের ওপর এ ধরনের নির্মম ও ন্যাক্কারজনক হয়রানি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মারমুখী রূপ। এর মাধ্যমে বাক স্বাধীনতার পথ রুদ্ধ ও সংবাদমাধ্যমের ওপর এ ধরণের ঘৃনিত কাজে পাঁয়তারা করছেন এক শ্রেণির আমলারা।
এসব ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের শর্তহীন মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁকে নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাসার, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদন আইয়ুব হোসেন পক্ষী। একতা প্রেসক্লাবের উপদেষ্ঠা সাংবাদিক আজিজুল ইসলাম মঞ্জু। এছাড়াও মানববন্ধনে অংশ নেয় শার্শা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
Leave a Reply