1. iamparves@gmail.com : admin :
  2. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২২ অপরাহ্ন

মনপুরা ইউনিয়ন নির্বাচনে আলাউদ্দিনের বিশৃঙ্খলার চেষ্টা

হাসনাত পাভেল, ভোলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

আসন্ন ইউনিয়ন নির্বাচনে ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বিশৃঙ্খলার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি চেয়ারম্যান প্রার্থী লোকমান হাওলাদার সমর্থক বলে জানা যায়।

অভিযোগ রয়েছে আলাউদ্দিন চলমান ইউনিয়ন নির্বাচনে নবগঠিত কলাতলী ইউনিয়নে ক্ষমতার অপব্যবহার করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। তার হুমকির মুখে কেউ মনোনয়নপ্ত্র দাখিল করার সাহস পায়নি। তিনি তার ছেলেকে দিয়ে মনোনয়নপত্র দাখিল করান পরে তার প্রার্থিতা প্রত্যাহারে মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় যাছিল এক নাটকীয় ঘটনা।

স্থানীয়দের অভিযোগ আলাউদ্দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লোকমান হাওলাদারের পক্ষে ভোট চাচ্ছেন। তার ভাই ফরাদ হাওলাদার, মনির, তার সমর্থক হাজিরহাট ইউনিয়নের ইলিয়াছ, বাবুব মাতাব্বর, কলাতলী ইউনিয়ন থেকে আনা তার কেডার বাহিনীকে দিয়ে সাধারণ জনগণকে হুমকি দিচ্ছেন।

কাউয়ারটেকের বাসিন্দা মফিজল জানান আলাউদ্দিন যখন মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন তিনি মনপুরা ও কলাতলীতে সন্ত্রাস কায়েম করেছিলেন। কলাতলীতে তারা প্রত্যেক ভাই এক জমির দখল কয়েকবার বিক্রি করেছেন। এখনো সাধারণ মানুষ ভুগছে। আলাউদ্দিন এর পুর্বে চাঁদাবাজি ও সন্ত্রাসের দায়ে জেল খেটেছেন। তিনি আরো বলেন আলাউদ্দিন তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য লোকমান হাওলাদারকে চেয়ারম্যান নির্বাচিত করতে মরিয়া হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে আলাউদ্দিন মনপুরা ইউনিয়ন এর বাসিন্দা হয়েও ইউনিয়ন ভাগের সময় কলাতলীর ভোটার হয়ে এখনো মনপুরা ইউনিয়নে বসবাস করছেন। যা আইন পরিপন্থী। বহিরাগত আলাউদ্দিনকে এখনই মনপুরা ইউনিয়ন থেকে সরিয়ে নানেয়া হলে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে আলাউদ্দিনের প্রত্যক্ষ মদদে ৫ মার্চ মঙ্গলবার দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সমর্থক ও পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতরা হলেন, পুলিশ সদস্য এ.এস আই ফিরোজ, ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম, আব্দুর রহিম, সোহাগ, ফারুক, জাফর, মঞ্জু, শিপন, রাকিব, বাবুল, নাইম ও বাদশা।

মেম্বার প্রার্থী খোরশেদ আলম জানান আলাউদ্দিনের মদদে তার ও বাদল হাওলাদারের লোকজন আমার সমর্থকদের উপর হামলা চালায়।মনপুরা থানা ওসি জহিরুল ইসলাম বলেন, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। সংঘর্ষে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। চেয়ারম্যান প্রার্থী আলমগির জানান আলাউদ্দিন কলাতলী থেকে লোকজন এনে বিশৃঙ্খলা করছে আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি তারা ব্যবস্থা নিবে বলে আশ্বস্ত করেছেন।


জেলা প্রশাসন সুত্রে জানা যায় আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছেন তারা। তাকে সতর্ক করেছেন। তাকে নির্বাচনের আগে মনপুরায় না যাওয়ার জন্য বলা হয়েছে। মনপুরা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১২:৩০
  • ৫:০১
  • ৬:৫৮
  • ৮:১৭
  • ৫:৫৮